বরগুনা জেলা সমিতি ঢাকার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বরগুনা জেলা সমিতি, ঢাকা কার্যকরি পরিষদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমিতির কার্যকরি পরিষদের সভায় গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো: জিয়াউল কবির দুলু। সভায় অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হুসাইনকে প্রধান নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (জনতা ব্যাংক) মাহাবুবুর রহমান নির্বাচন কমিশনার ও সারোয়ার হোসেন খানকে নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। সভায় আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য নতুন সদস্য পদ ও সদস্য পদ নবায়নের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়।
বরগুনা জেলা সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফারুক রহমান, মোবাইল : ০১৭১৩০০৭২৪৭, সদস্যসচিব মো: সেলিম মিয়া, মোবাইল ০১৯৭৪১০৯৪৭০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা