জিয়াউর রহমানকে মূলধন করে বিএনপি রাজনীতি করেনি : আমীর খসরু
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
জিয়াউর রহমানকে মূলধন করে বিএনপি কখনো রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা বিএনপির বিরোধিতা করছে, তারা জিয়াবাদ আবিষ্কার করেছে। বিএনপি কখনো জিয়াবাদ আবিষ্কার করতে পারেনি। আমরা জিয়াউর রহমানকে কোনো দিন মহামানব বানাইনি। আমরা ক্ষমতায় থাকাকালীন কখনো জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় বসাইনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা