নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৩
- বান্দরবান প্রতিনিধি
- ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫১
মিয়ানমারে পণ্য পাচার ও গরু আনতে গিয়ে পৃথক মাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। যার মধ্যে আলী হোসেন (৪০) নামে এক বাংলাদেশী নাগরিকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার সকাল ৬টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় মিয়ানমার বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনে এই দুর্ঘটনা ঘটে। আহত আলী হোসেন আশারতলী গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের আরেকটি পয়েন্ট জামছড়ি এলাকায় মাইন বিস্ফোরণে আরিফ উল্লাহ (৩০) নামে আরেক বাংলাদেশীর শরীর ও মুখে আঘাতপ্রাপ্ত হয়। তিনি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফর আলমের ছেলে। তাকেও কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো: শামসুল আলম জানিয়েছেন এসব ঘটনার পর সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এছাড়া উপজেলার দোছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: রাসেল আহত হয়েছে। তার বাবার নাম মুজিবুর রহমান। রাসেলকে চট্টগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।