ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৩
- ডেমরা (ঢাকা) প্রতিনিধি
- ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫১
রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় মো: হৃদয় নামে এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় মো: বাবু, মো: সারফিন ও মো: নাজমুল হোসেন নামে তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: হৃদয় টাঙ্গাইল জেলার সিংনা গ্রামের ফরহাদ খানের ছেলে ও ডেমরার শুকুরশী এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া।
নিহতের স্ত্রী নার্গিস জানান, এস এম কার্গো সার্ভিসের (ঢাকা মেট্রো-ট ২২-৩৯-৮৯ ) কাভার্ডভ্যানচালক আমার স্বামী মো: হৃদয় গাড়ি থামিয়ে তেল নেয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় পিছন থেকে আসা জনসেবা এক্সপ্রেস পার্সেল ঢাকা (মেট্রো-ট ১১-৫৩-৫০) আন্তঃজেলা কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা