জাতীয় ঐক্য ছাড়া গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না : খেলাফত মজলিস
- নিজস্ব প্রতিবেদক
- ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫০
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না। দেশ আবারো গভীর খাদের কিনারায় পৌঁছাবে যেখান থেকে উত্তরণ অসম্ভব হয়ে দাঁড়াবে। গণ-অভ্যুত্থানের পক্ষে ঐক্য অটুট রাখতে মতাদর্শের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত থাকা দরকার। প্রকাশ্যে বিভেদ ও কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত করা সময়ের অপরিহার্য দাবি।
গতকাল খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেতারা এ কথা বলেন। আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড: আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড: মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আবদুল জলিল, ডা: এ এ তাওসিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা