বিগত ১৫ বছর মাদরাসা শিক্ষা অবহেলিত ছিল : শিবির সভাপতি
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫০
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিগত সাড়ে ১৫ বছর মাদরাসা শিক্ষাকে চরমভাবে অবহেলিত করে রাখা হয়েছিল। বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে ঢেলে সাজাতে হবে। সাধারণ শিক্ষায় ‘ব্যবসায় শিক্ষা’ আছে। মাদরাসা শিক্ষায় সেটি নেই। মাদরাসা শিক্ষায়ও সেটি যুক্ত করতে হবে। বাংলাদেশে প্রমাণিত সত্য হচ্ছে, মাদরাসায় পড়–য়ারা নৈতিকভাবে অত্যন্ত স্ট্রং। তারা দুর্নীতিবাজ নয়। এখানে নৈতিকতার সাথে বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা তৈরি করা হলে, সৎ, যোগ্য ও দক্ষ নাগরিক গড়ে উঠবে। এদের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ। তিনি গতকাল জুমাবার লোহাগাড়ার পদুয়া দারুচ্ছুন্নাহ মাদরাসায় বক্তব্য প্রদানকালে উপরি উক্ত কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেনÑ মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসাবিষয়ক সম্পাদক মাওলানা তৈয়ব হোসাইন ও লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সমন্বয়ক নুরুল ইসলাম সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা