শোক সংবাদ : সামশুল আলম
- ২৫ জানুয়ারি ২০২৫, ০১:৪৯
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার সাবেক শূরা ও কর্মপরিষদ সদস্য ফতেপুর ইউনিয়ন সভাপতি শামসুল আলম (৭০) শুক্রবার ভোর রাতে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাদ জুমা নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বাদ আসর হাটহাজারী মদনহাট ফতেপুর হাইস্কুল মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ফতেপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
জামায়াতের শোক : এ দিকে জামায়াত নেতা শামসুল আলম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সেক্রেটারি আব্দুল জব্বার, হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীসহ উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা