২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

কেশবপুরে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু আজ

-

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে কপোতাক্ষ নদের তীরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিকেলে সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এবার মধুমেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে কবির জন্মস্থান, কবির বিদায় ঘাট, মেলার মাঠসহ আশপাশেরও স্থান এমনকি কপোতাক্ষ নদের তীর সবকিছুই মেলাঙ্গনে পরিণত হয়েছে। সাগরদাঁড়ীকে যেন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। মেলা উপলক্ষে কপোতাক্ষ নদের দুই পাশের মধুভক্তদের যাতায়াতের জন্য কপোতাক্ষ নদের উপর বাঁশ ও কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে, নতুনভাবে। এবার এই সাঁকো পারাপারে কোনো টাকা বা টোল দিতে হবে না। মধুপল্লী, মেলার মাঠসহ কপোতাক্ষ নদ। দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, কাছারিবাড়ি, স্মৃতিবিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখাতে পারবেন অন্যান্যবারের মতো এবারো।
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কেশবপুরের কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ির গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জমিদার বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। এরপর অনেক আলোচনা সমালোচনা ও চড়াই-উতরাই পার হয়ে এসে সর্বশেষ ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রতিভাবান এই কবি।

 


আরো সংবাদ



premium cement