২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ইবনে সিনা হাসপাতাল রোগীবান্ধব

-

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন নবী ইবনে সিনা হাসপাতালকে রোগীবান্ধব হাসপাতাল অভিহিত করে বলেছেন, রাষ্ট্রের যখন জন্ম হয়েছে তখন সবার জন্য হয়েছে; কোনো বিশেষ ক্লাসের মানুষের জন্য নয়। রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে যখন নেতারা বসেন তখন দরিদ্র মানুষকে কৃতদাসের মতো তারা ব্যবহার করেছেন। এদেশের মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। মানুষ মৌলিক অধিকার হারিয়ে ছিলেন। এসবের জন্য এদেশের জন্ম হয়নি। এদেশ হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে জন্ম হয়েছে, তাই এ দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এদেশের অধিকার হারা কৃষক শ্রমিক, রিকশাশ্রমিকসহ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে; তারা আসলে যেন সঠিক চিকিৎসা পায় সেদিকে নজর রাখবেন। মানুষকে পোশাকে বিচার না করে সঠিক চিকিৎসা দিয়ে তাদের পাশে থাকবেন। আমি জানি এ হাসপাতাল সকল পরীক্ষায় ২৫% সকল রোগীর এবং করপোরেটদের ৩৫% ছাড় দিয়ে থাকে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি এ হাসপাতালের সফলতা কামনা করেন।
গতকাল দুপুরে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব-২০২৪ এর পুরস্কার বিতরণী ও বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও হাসপাতালের সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার এডমিন আজহার উদ্দিন খান, অ্যাসিস্টেন্ট ম্যানেজার এডমিন মাজহারুল ইসলাম মুমিন ও ডেপুটি ম্যানেজার (এইচআর) মো: ইকবাল হোসেন খন্দকারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির রাখেন হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খান, অধ্যাপক আব্দুল হান্নান ও হাসপাতালের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্নেল (অব:) রুকনুল ইসলাম চৌধুরী।
ইবনে সিনা হাসপাতালের নিজস্ব শিল্পীগোষ্ঠীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সিসিইউ ও আইসিইউসহ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং ফ্রি অপারেশন করতে আসা ঠোঁটকাটা ও তালুকাটা শিশু রোগীদের অভিভাবকদের সাথে কথা বলেন।

 


আরো সংবাদ



premium cement