২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

খুলনায় সাংবাদিকতা সংস্কার ও করণীয় নিয়ে আলোচনা সভা

-

দেশের জাতীয়, আঞ্চলিক ও বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত খুলনা বিভাগীয় সাংবাদিকদের অংশগ্রহণে এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। গণ-অভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা সংস্কার ও সম্ভাবনা শিরোনামে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান দৃক।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, ফ্যাসিস্টের আওয়ামী পন্থী অনেক সাংবাদিকই গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তারা বিভিন্ন নামধারী সাংবাদিক সংগঠন ও লেজুড়বৃত্তিক নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলপন্থী নেতৃত্ব থেকে সাংবাদিকরা সরে না এলে সাংবাদিকতাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা সম্ভব নয়। বিগত বছরগুলোতে খুলনায় সাংবাদিকরা প্রতিনিয়ত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিপীড়নের শিকার হয়েছেন। আমরা আগামী দিনে সরকার ও গোয়েন্দা নজরদারি মুক্ত সাংবাদিকতা করতে চাই ।
সাংবাদিকরা জানান, ভয়ের সংস্কৃতি ও সেলফ সেন্সরশিপের বাস্তবতা এখনো একইভাবে বহাল রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা সমন্বয়করাও সাংবাদিকদের নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছেন। সমন্বয়কদের কোনো ধরনের অনিয়ম, অন্যায় তুলে ধরে সংবাদ প্রকাশ করা যাচ্ছে না।

 


আরো সংবাদ



premium cement