২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

উন্নয়নের কথা বলে অর্থনীতিকে মেরুদণ্ডহীন করেছে আ’লীগ : নূরুল ইসলাম বুলবুল

-

গত ১৫ বছরের দৃশ্যমান উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতিকে জায়েজ করার জন্য মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে মেরুদণ্ডহীন করেছে। বিদেশে জনগণের টাকা পাচার করে বেগমপাড়া গড়ে তুলেছে। যেই ব্যাংক জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে, সেই ব্যাংক দখল করে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যাংকের ৭২ হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে।
গতকাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে হারাম-হালাল একসাথে চলতেই থাকবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে সুদ প্রথা বিলুপ্ত হয়ে যাবে। ব্যাংক, বীমায় সুদ ব্যবস্থা থাকবে না। ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দখলদারিত্ব থাকবে না। সমাজে কোনো বৈষম্য থাকবে না। ফলে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তাই আগামীর বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রব্যবস্থায় ভূমিকা রাখতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি। আর অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। ব্যবসায়ীরা সৎ হলে দেশের মানুষ স্বস্তি পায়। দেশ ও জাতির স্বার্থে ইসলামের আদর্শে ব্যবসা করতে হবে।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আলাউদ্দীনের সভাপতিত্বে জেলা শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আইবিডব্লিউএফের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপদেষ্টা অধ্যাপক লতিফুর রহমান, আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সহসভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, আইবিডব্লিউএফের রাজশাহী জোন সভাপতি অধ্যক্ষ মো: মাহবুবুল আহসান বুলবুল। সম্মেলনে আইবিডব্লিউএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।

 


আরো সংবাদ



premium cement