২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ভোরের কাগজ বন্ধের ঘোষণায় বিএফইউজে ও ডিইউজের নিন্দা

-

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ভোরের কাগজ পত্রিকা বন্ধ ঘোষণার হটকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠন দু’টির নেতারা অবিলম্বে প্রধান কার্যালয় খুলে দেয়াসহ সাংবাদিক-শ্রমিক কর্মচারীদের কাজে ফিরিয়ে নেয়ার দাবি জানান।
গতকাল বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ভোরের কাগজ পত্রিকা কর্তৃপক্ষ ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিগত বছরগুলোয় সরকারের কাছ থেকে সব সুযোগ-সুবিধা গ্রহণ করেছে। কিন্তু ভোরের কাগজে কর্মরত সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের ওয়েজবোর্ডের ন্যূনতম কোনো সুযোগ-সুবিধা দেয়নি। বরং প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা তাদের প্রাপ্য বেতন-ভাতার দাবি জানালে তাদের চাকরিচ্যুতিসহ বিভিন্ন হুমকি-ধমকি দেয়া হয়। নিরুপায় হয়ে প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীরা নিয়মাতান্ত্রিক দাবি-দাওয়া জানিয়ে আসছিল। কিন্তু সংক্ষুব্ধদের সাথে কোনো আলোচনা না করে কর্তৃপক্ষ হটকারিতার আশ্রয় নিয়ে প্রধান কার্যালয়সহ পত্রিকাটি বন্ধ ঘোষণা করে।
তারা বলেন, আমরা ভোরের কাগজ কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অবিলম্বে পত্রিকার প্রকাশনা নোটিশ প্রত্যাহার করে ভোরের কাগজে কর্মরত সংবাদকর্মীদের বেতন-ভাতাসহ আইনানুগ সব পাওনা বুঝিয়ে দেয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে মালিকপক্ষকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement