২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

অবশেষে সেই নারায়ণের বিরুদ্ধে ফল জালিয়াতির মামলা

-

ফলাফল জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাইয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আলোচিত সেই সাবেক সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় দায়েরকৃত মামলার অন্য আসামিরা হলেন, নারায়ণ চন্দ্র নাথের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
বোর্ড সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদি হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। এত দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রীর সুবিধাভোগীরা বোর্ডে বহাল থাকায় মন্ত্রণালয়ের নির্দেশ সত্ত্বেও মামলা দায়েরে দীর্ঘসূত্রতা অবলম্বনের অভিযোগ ছিল। এ নিয়ে গত ১৩ জানুয়ারি নয়া দিগন্তে প্রতিবেদন প্রকাশ হয়। শিক্ষা বোর্ডে নতুন সচিব যোগ দিয়েই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের গত বছরের ১৫ সেপ্টেম্বরের এক আদেশে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতি প্রমাণিত হওয়ায় শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এবং জালিয়াতিতে জড়িত অন্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়। অন্যদিকে একই দিনের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) শৃঙ্খলা বিভাগের পৃথক আরেক নির্দেশনায় বলা হয়, তদন্তে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া ও নক্ষত্রের ফলাফল বাতিলের নির্দেশনা দেয়া হয়। আর ২৩ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে নারায়ণ চন্দ্র নাথকে।

 


আরো সংবাদ



premium cement