২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`
৪০ কোটি টাকা লুটের চেষ্টা

বনানীতে দুই সেনা সদস্যসহ ৪ ডাকাত গ্রেফতার

-

রাজধানীর বনানীতে এক বাড়ি থেকে ৪০ কোটি টাকা ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতদের হেফাজত থেকে একটি মাইক্রোবাস জব্দসহ সেনাবাহিনীর তিন সেট পোশাক, তিন জোড়া বুট, দু’টি মেজর পদমর্যাদার রথ্যাংক-ব্যাজ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেনÑ আবু হানিফ (৩২), রবিউল আলম (৩২), সালাম শেখ (৩৬) ও সাইবেল জন সাভার রোজারিও (৫৫)। এদের মধ্যে আবু হানিফ ও রবিউল আলম সেনা সদস্য। পরে তাদেরকে ওই বাহিনীর সদস্যরা হেফাজতে নিয়ে যায়। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে বনানীর স্টার কাবাবের পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় বনানী থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতি চেষ্টার মামলা করেন। পরে সালাম শেখ ও রোজারিওকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়। আদালত রিমান্ড শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্র জানিয়েছে, গ্রেফতার দুই সেনা সদস্যকে তাদের হেফাজতে নেয়া হয়েছে। তাদের সেনা আইনে বিচার করা হবে।
বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে বনানীর ৬ নম্বর রোডের সি ব্লকের স্টার কাবাবের পাশে বিদ্যুৎ অফিসের সামনে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। এ সময় টহল পুলিশ তাদেরকে দেখতে পেয়ে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাদের কথাবার্তায় অসংলগ্নতা প্রকাশ পেলে পুলিশ তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে সেনাবাহিনীর তিন সেট পোশাক, তিন জোড়া বুট, দু’টি মেজর পদমর্যাদার রথ্যাংক-ব্যাজ উদ্ধার করে। গ্রেফতারকৃতরা জানায়, তারা একটি বাড়ি থেকে ৪০ কোটি টাকা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। একজন সোর্সের কাছে সেই তথ্য রয়েছে। সোর্স তাদেরকে মগবাজারে যেতে বলে। সেখানে যাওয়ার উদ্যোগ নিলে টহল পুলিশের হাতে তারা ধরা পড়ে।

 


আরো সংবাদ



premium cement