২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে চীনা কারখানায় অগ্নিকাণ্ড

-

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার রাবার সাদৃশ্য বস্তু অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। গতকাল বেলা ১২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের বাইরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, গতকাল দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডে কারখানার বাইরে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের কাজের জন্য রাখা ১৬টি রাবার সাদৃশ্য বস্তু পুড়ে ছাই হয়ে যায়।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন জানায়, দুপুরে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির বাইরে রাখা ১৬টি রাবার সাদৃশ্য বস্তু পুড়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।

 


আরো সংবাদ



premium cement