২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ইঞ্জিনিয়ার বোরহানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি

-

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার নবনির্বাচিত ছাত্র ও যুববিষয়ক পরিচালক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২২ জানুয়ারি বেলা ২টায় চকবাজার গোলজার মোড় পুলিশ বক্স চত্বরে এক মানববন্ধন সমাবেশ আইএইচআরসি’র বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রধান এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ জানে আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান বলেন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিন। গত ৯ জানুয়ারি একটি মিথ্যা বানোয়াট সাজানো মামলা দিয়ে গ্রেফতার করে একের পর এক ২০২৩ এবং ২০২৪ সালের অন্যজনের মামলায় আসামি বানিয়ে হয়রানি করা হচ্ছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিশেষ অতিথির বক্তব্যে কর্ণফুলী গবেষক, লেখক, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী বলেন, সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিনকে গ্রেফতারের এক দিন আগেও তার বিরুদ্ধে কোনো থানায় একটি জিডিও ছিল না। অথচ বোরহানকে শীর্ষ সন্ত্রাসী বানানোর জন্য সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা পাঁয়তারা করছে। গত ১৬ বছরে পুলিশ-র‌্যাব দিনকে রাত রাতকে দিন করে অনেক নিরীহ মানুষকে গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, যা একটি কলঙ্কজনক অধ্যায়। আশা করি বর্তমান পুলিশ প্রশাসন আগের জায়গায় ফিরে না গিয়ে সঠিক পথে থাকবে ও মানবিক হবে।
আইএইচআরসি’র বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের প্রধান এম এ হাশেম রাজু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা এখনো আগের মতো নিরীহ মানুষের ওপর মিথ্যা বানোয়াট মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করেই চলছে। তারই প্রমাণ ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন। কালবিলম্ব না করে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দুর্নীতিবাজ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে সংগঠন বাধ্য হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ প্রফেসর উত্তম কুমার বড়–য়া, প্রফেসর শাহিদা রহমান আরবি, মোহাম্মদ শাহাদাত হোসেন ফয়সাল, মোহাম্মদ জুনায়েদ, বোরহান উদ্দিনের স্ত্রী ফারজানা আক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ ইমন, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement