হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরের সম্পত্তি ক্রোক
- হবিগঞ্জ প্রতিনিধি
- ২৩ জানুয়ারি ২০২৫, ০১:৫৩
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মো: আবু জাহির, তার স্ত্রী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলেয়া জাহির, ছেলে ইফাত জামিল, মেয়ে আরিফা আক্তার মুক্তি, আবু জাহিরের ভাই বদরুল আলমের নামের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম গতকাল বুধবার এ ক্রোকাদেশ জারি করেন। দুদকের উপপরিচালক মো: এরশাদ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ক্রোকাদেশপ্রাপ্ত সম্পত্তির মধ্যে রয়েছেÑ আবু জাহিরের গুলশানের একটি এপার্টমেন্ট, হবিগঞ্জের বিলাশ বহুল পাঁচ তলাবিশিষ্ট বাড়ি, হবিগঞ্জ শহরের সুলতান মাহমদপুর মৌজার ৭১ শতক, ৮৯ শতক, ৩১ শতক, ৩২ শতক, ১২ শতক, ৫৪.৮ শতক জায়গা, ২ শতক জমি, আবু জাহিরের স্ত্রী আলেয়া জাহিরের নামীয় হবিগঞ্জ শহরের ১০ ও ১৫ শতকের দু’টি বাড়ি, ছেলে ইফাত জামিলের নামীয় ১৫, ৬২.৮ শতকের দু’টি বাড়ি, গাজীপুরে ৪২ ও ৩১.৫ শতকের দু’টি ভূমি, মেয়ে আরিফা আক্তার মুক্তির নামীয় ১৫, ১০, ১১ শতকের তিনটি ভূমি এবং আড়াই কোটি টাকা মূল্যের একটি ভবন, আবু জাহিরের দুই কোটি টাকা মূল্যের দু’টি গাড়ি, প্রায় চার কোটি টাকার বিভিন্ন ব্যাংক ও আর্থিক লগ্নিকারী প্রতিষ্ঠানে জমাকৃত টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা