পল্লবীতে ‘ব্লেড বাবু’ হত্যার আসামি গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ জানুয়ারি ২০২৫, ০১:০৩
রাজধানীর পল্লবীতে মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো: মুরাদকে (২৭) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গত সোমবার রাতে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার বেলা সাড়ে ৩টায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভিকটিম বাবু গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ভিকটিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদি হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবি-সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি-মিরপুর বিভাগ। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে পল্লবী থানাধীন সিরামিক রোড এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে গ্রেফতার করা হয়।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিসি তালেবুর জানান, গ্রেফতার মুরাদ পল্লবী এলাকার মুসা-রাজন গ্রুপের সদস্য। ভিকটিম বাবুও পল্লবীর আরেক সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা