২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

নয়া দিগন্তের সাংবাদিক কাওসার আজমের বাবার ইন্তেকাল

-

নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক দফর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাব সদস্য কাওসার আজমের বাবা মো: চাঁন্দুল্লাহ শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত চাঁন্দুল্লাহ শেখ গতকাল বেলা ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতে সিরাজগঞ্জের সলঙ্গার বাসুদেবকোল নিজ গ্রামে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডিআরইউর শোক : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক দফতর সম্পাদক কাওসার আজমের বাবা মো: চাঁন্দুল্লাহ শেখের ইন্তেকালে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 


আরো সংবাদ



premium cement