স্বৈরাচারের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে : খেলাফত আন্দোলন
- ২৩ জানুয়ারি ২০২৫, ০১:০০
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ শান্তি চোখে দেখেনি। খুন, ধর্ষণ, সন্ত্রাস চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ। মানব রচিত সংবিধান দিয়ে শান্তি আশা করা যায় না। কুরআন হাদিসের শাসন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
গতকাল রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলা (কার্যনির্বাহী) কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ সিনিয়র নায়েবে আমির আলহাজ মুহাম্মাদ আজম খান, নায়েবে আমির মাওলানা ফজলুল্লাহ হাফেজ্জি, মাওলানা আব্দুল কাদের কাসেম, আলহাজ রফিকুল ইসলাম বাবুল, আলহাজ আব্দুর রহিম, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা আবুল কাসেম কাসেমী, মাওলানা আজিজুর রহমান আজিজ, যুগ্ম মহাসচিব মুফতি এনায়েতুল্লাহ হাফেজ্জি প্রমুখ।
মুফতি ফখরুল ইসলাম বলেন, কোনো কোনো দল দ্রুত নির্বাচনের জন্য পেরেশানি বোধ করছেন তাদের মনে রাখা উচিত স্বৈরাচার চলে গেছে কিন্তু তাদের দোসররা প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে। দেশকে দোসরমুক্ত না করে নির্বাচন দিলে স্বৈরাচার আবার চেপে বসতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিৎ, দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঠিক করা। । বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা