সবুজবাগে অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ জানুয়ারি ২০২৫, ০০:৫৯
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেনÑ মো: সাঈদ (৩৬), মো: হৃদয় সরকার (২৭) ও মো: আনোয়ার হোসেন (২৪)। গতকাল সকালে সবুজবাগ থানার বাসাবো টেম্পোস্ট্যান্ডে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সবুজবাগে বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকা কয়েকজন দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে বলে গতকাল ভোরে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে সেখান থেকে তাদের সহযোগী আকাশ, রফিক, সাকিব ও শান্ত কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতার তিনজন ও পলাতক চারজনের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা