কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা
- গাজীপুর জেলা প্রতিনিধি
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
গাজীপুরে কেয়া গ্রুপের আরো দু’টি কারখানা মঙ্গলবার স্থায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ দিন বিকেলে বন্ধের ঘোষণাসংক্রান্ত একটি নোটিশ কারখানা গেইটে টানিয়ে দেয়া হয়। সেখানে আগামী ২০ মে থেকে কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন) ডাইং ও ইউটিলিটি বিভাগের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ৩১ ডিসেম্বর একটি নোটিশে একই কারণ দেখিয়ে একই গ্রুপের ৫টি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ী বন্ধ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত কারখানার প্রধান গেটে টাঙ্গানো নোটিশে কারখানা বন্ধের কারণ হিসেবে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সাথে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা এবং ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতাকে দায়ী করা হয়।
এ দিকে কারখানা স্থায়ী বন্ধ ঘোষণার খবরে বিভিন্ন সেকশনে কর্মরত সাত শতাধিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী কারখানা খোলার দাবিতে প্রধান ফটকে বিক্ষোভ করে। পরে তারা সন্ধ্যা সাড়ে ৬টায় কেয়া গ্রুপের সামনে সাজু মার্কেটে একত্রিত হয়ে কারখানা খোলার দাবিতে গণস্বাক্ষর নেন।