স্পিকারের কাছে ক্ষমতা ছাড়তে চেয়েছিলেন হাসিনা
দ্য হিন্দুর দাবি- নয়া দিগন্ত ডেস্ক
- ২০ জানুয়ারি ২০২৫, ০২:২১
গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। তাদের দাবি, সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য ‘লকডাউন’ নিশ্চিত করার কথা ছিল, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। এর পর থেকে তিনি ওই দেশেই আছেন। তবে ভারত সরকার এখন পর্যন্ত শেখ হাসিনাকে কোন মর্যাদায় আশ্রয় দেয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি।
দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দাবি করেছেন, ‘আমরা সে সময়ে গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত এই পরিকল্পনাই করছিলাম যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন (সাবেক) প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল।’
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান তৎকালীন সরকারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভকারী নেতাদের সাথে আলোচনা চালাছিলেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়, যখন শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভে রূপ নেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা