মুফতি কাজী ইব্রাহিমের ওপর হামলাকারীকে গ্রেফতার দাবি
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:৩৮
বিশিষ্ট ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমের ওপর হামলাকারী আক্তারুজ্জামান ওরফে অনলাইন আক্তারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরবাসী। অন্যথায় লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার এক মানববন্ধন থেকে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলার আলেম-ওলামাদের উপস্থিতিতে সংগঠনের নেতারা এ আহ্বান জানান। তারা বলেন, ফ্যাসিবাদের দোসর ও ঋণখেলাপি অনলাইন আক্তার দেশ ও জাতির শত্রু। ফ্যাসিবাদের এই দোসর ভূমি দখল, ফ্ল্যাট দখল, চাঁদাবাজি করেই ক্ষ্যান্ত না। এখন মুফতি কাজী মোহাম্মদ ইবরাহীমকে অপহরণ করে গুম করে দিতে চেয়েছে। তার এই কালো হাতকে এখনই ভেঙে না দিলে আরো আলেম ওলামার ওপর হামলা করবে।
সংগঠনের সভাপতির সঞ্চালনায় বক্তৃতা করেন বৃহত্তর নোয়াখালীর গার্মেন্ট এক্সেসরিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন, লক্ষ্মীপুরের বশিকপুরের মাহবুবুর রহমান, সাংবাদিক মুরাদ, ইমতিয়াজ হাসান তুহিন, আলাউদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ নাসির, হাজী ফজলে আজিম, লক্ষ্মীপুরের গার্মেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামরুল হোসেন, সাংবাদিক আ ফ ম ইউসুফ, পূর্ব বশিকপুর একতা ক্লাবের সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা