১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
খেলাফত মজলিসের সভায় বক্তারা

রাজনৈতিক দলগুলোর আন্তঃসংলাপ জরুরি

-

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, ৫ আগস্ট পরবর্র্তী জন-আকাক্সক্ষার বাংলাদেশ নির্মাণের প্রথম কাজ ছিল ফ্যাসিবাদ ও সব দোসরের বিচার করা। ফ্যাসিবাদ ফিরে আসার সব রাস্তা বন্ধ করা, কিন্তু আজ ক্ষমতার বন্দোবস্ত নিয়ে, অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে একধরনের স্নায়ু যুদ্ধ চলছে। নিজেদের মধ্যে বিবাদ কমিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টিতে ঐক্যবদ্ধ কিছু প্রয়াস দেশের স্বার্থে এখন খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য কিছু মৌলিক বিষয়ে একমত হওয়া ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃসংলাপ জরুরি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত ‘বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন খেলাফত মজলিসের মহাসচিব ড: আহমদ আবদুল কাদের। প্রবন্ধ উপস্থাপন করেন নায়েবে আমির, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ।


আরো সংবাদ



premium cement