আ’লীগ ১৬ বছর আলেমদের ওপর জুলুম করেছে : মামুনুল হক
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:৩৬
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সবাই পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। মনে রাখবেন মানব রচিত সংবিধান দিয়ে শান্তি আসবে না। কুরআন হাদিস ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি আসতে পারে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশের জনগণ ও আলেম সমাজের ওপর জুলুম নির্যাতন করে দেশ থেকে পালিয়ে গেছে। রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া ঘাট জামিয়া ইসলামিয়া মারকাজুল আজিজের খতমে বোখারি উপলক্ষে গত শুক্রবার রাতে আয়োজিত মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন, সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মনির হোসেন। আরো বক্তৃতা করেন, মারকাজুল আজিজ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া বিন নজরুল প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা