১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

আ’লীগ ১৬ বছর আলেমদের ওপর জুলুম করেছে : মামুনুল হক

-

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, সবাই পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। মনে রাখবেন মানব রচিত সংবিধান দিয়ে শান্তি আসবে না। কুরআন হাদিস ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি আসতে পারে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশের জনগণ ও আলেম সমাজের ওপর জুলুম নির্যাতন করে দেশ থেকে পালিয়ে গেছে। রাজধানীর কামরাঙ্গীরচর খোলামোড়া ঘাট জামিয়া ইসলামিয়া মারকাজুল আজিজের খতমে বোখারি উপলক্ষে গত শুক্রবার রাতে আয়োজিত মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন, সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মনির হোসেন। আরো বক্তৃতা করেন, মারকাজুল আজিজ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া বিন নজরুল প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement