১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

জুলাই আন্দোলনে রক্ত দিয়ে ওষুধ কিনে চিকিৎসা দেয়া ডাক্তার-কর্মচারী গ্রেফতার

-


জুলাই আন্দোলনে আহতদের নিজের শরীরের রক্ত দিয়ে, ওষুধ কিনে চিকিৎসা করা ডাক্তারকেই গ্রেফতার করল পুলিশ। গত শুক্রবার হাতিরঝিল থানা পুলিশ রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের ওই ডাক্তারকে গ্রেফতার করেছে। ডাক্তারের সাথে দুইজন কর্মকর্তা ও দুইজন নিরাপত্তা কর্মীকেও নিয়ে গেছে পুলিশ। ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের ডাক্তারসহ চারজন স্টাফকে গ্রেফতার করায় চিকিৎসক সমাজসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ জুলাই আন্দোলনে এই হাসপাতালটির কর্তৃপক্ষ এবং এখানে কর্তব্যরত ডাক্তার ও স্টাফদের বিশাল অবদান ছিল। আন্দোলনের পুরো সময় এই হাসপাতালে যারা বিভিন্নভাবে আহত হয়ে এবং গুলিবিদ্ধ হয়ে সেবা নিতে এসেছেন তাদের বিনাবাক্য ব্যয়ে, বিনামূল্যে চিকিৎসা দিয়েছে বলে জানা গেছে। চিকিৎসার দায়িত্ব পালনকারী চিকিৎসক নিজেও তাৎক্ষণিক প্রয়োজনে রক্ত দিয়ে আহতদের বাঁচিয়ে তুলেছেন।

জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের সামনে ছাত্র-জনতার আন্দোলনে গুলি শুরু হলে একজন গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। ডেলটা হেলথ কেয়ারের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে ওই গুলিবিদ্ধ লোককে হাসপাতালে নিয়ে আসতে চেষ্টা করেন। রাস্তায় আবারো পুলিশের গুলিবর্ষণ শুরু হয়ে যায়। পুলিশ তখন এতটাই মারমুখী হয়ে যায় যে, তারা হাসপাতালের ভেতরেও গুলি করে। সেই গুলি কর্তব্যরত এক চিকিৎসকের পাঞ্জাবি ভেদ করে দেয়ালে বিদ্ধ হয়। দেয়ালে এখনো গুলির চিহ্ন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন ওই দিনের ওই ঘটনার ভিডিও তাদের কাছে আছে। হাসপাতালের লোকজন জানিয়েছেন, সৌভাগ্যবশত সেই কর্তব্যরত ডাক্তারের শরীরে গুলি লাগেনি। জানা গেছে, সেদিন গুলিবিদ্ধ সেই লোকটির লাশ পুলিশ অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ে যায়। পরে আন্দোলনকারীরা গুলিবিদ্ধ সেই ব্যক্তির লাশ তাদের তত্ত্বাবধানে নিয়ে যায় বলে জানা গেছে।
কোর্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার ডেল্টা হেলথ কেয়ারের যে পাঁচজনকে হাতিরঝিল থানা পুলিশ নিয়ে গেছে, তাদের গতকাল শনিবার ৩০২ ধারায় হত্যা মামলার আসামি করে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

পুলিশের এই গ্রেফতার এবং আসামিদের কারাগারে পাঠিয়ে দেয়ায় ডাক্তার, এলাকাবাসী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা হচ্ছে। তারা বলছেন, যদি ধরেই নেয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দেয়নি, চিকিৎসা দিতে অবহেলা করেছে; কিন্তু তারা সেই ব্যক্তির মৃত্যুর জন্য কতটুকু দায়ী? যে পুলিশ অফিসার গুলির নির্দেশ দিয়েছেন এবং যেই পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে তাদের কেন ধরা হলো না? সেই পুলিশ অফিসার অথবা পুলিশ এখন কোথায়? নিশ্চয়ই তারা স্বাধীনভাবে ঘোরাফেরার করছে, তাদের হত্যা মামলায় গ্রেফতার না করে কেন ডাক্তারকে এবং অন্যান্য স্টাফকেই গ্রেফতার করা হলো?
ডেল্টা হেলথ কেয়ার (হাসপাতালের) কর্তৃপক্ষ তাদের গ্রেফতারকৃত ডাক্তার ও চারজন স্টাফকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি করেছেন। হাসপাতালের অন্যতম পরিচালক অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম সেলিম বলেন, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরের কাছে আবেদন ডাক্তারসহ নিরপরাধ কর্মকর্তা ও কর্মচারীদের মুক্তি দিয়ে মামলা থেকে রেহাই দেবেন। কারণ এখানে তাদের কোনো দোষ ছিল না।’ একই সাথে তিনি গত জুলাই-আগস্টের হত্যা মামলা তদন্তে কোনো সহায়তা চাইলে ডেল্টা হেলথ কেয়ার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান।

 


আরো সংবাদ



premium cement