১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

মসজিদে অনুদান নিয়ে সক্রিয় প্রতারকচক্র

-

মসজিদে অনুদান প্রদান নিয়ে একটি প্রতারকচক্র সক্রিয় হয়ে উঠেছে। মোবাইল ফোনে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে মসজিদে অনুদান প্রদান করা হবে বলে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে চক্রটি। প্রতারকচক্র অনুদান পেতে মোবাইল ফোনে বিকাশ, নগদে অর্থ প্রেরণ অথবা ক্রেডিট কার্ডের নম্বর দেয়ার জন্য প্রলুব্ধ করছে।
বিষয়টি জানার পর এ বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল এক বিবৃতিতে ইফার পক্ষ থেকে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদ মাদরাসায় কোনো অনুদান প্রদান করা হচ্ছে না এবং অনুদান প্রদানের জন্য কোনো অগ্রিম অর্থ নেয়া হচ্ছে না। তাই এ বিষয়ে কোনো প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেন না করতে অনুরোধ করা হলো।

 


আরো সংবাদ



premium cement