১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
লালমনিরহাটে মিজান আজহারী

ইসলামের সৌন্দর্য সবার মাঝে তুলে ধরতে হবে

-

ইসলামের সৌন্দর্য সবার মাঝে তুলে ধরতে এবং সংখ্যালঘু অমুসলিম জনগোষ্ঠীর ওপর ইসলামের দায়িত্ব ও কর্তব্য মুসলমানদের পালন করার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
গতকাল লালমনিরহাট জেলার সোহরাওয়ার্দী উদ্যান মাঠে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে ঐতিহাসিক এ তাফসির মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী কুরআন ও হাদিসের আলোকে অমুসলিম জনগোষ্ঠীর ওপর মুসলিমদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক আলোচনায় করেন।
লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে ও তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর উপস্থাপনায় তাফসির মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর শূরা সদস্য ও পাটগ্রাম-হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু, স্পেশাল ট্রাইব্যুনালের (বিজিবি) সহকারী অ্যাটর্নি জেনারেল ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো: মাহফুজার রহমান ইলিয়াস, মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম বরকতুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো: আফজাল হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো: গোলাপ হোসেন, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম কাউন্সিলর, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এ হামিদ বাবু, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান মো: ফরিদ হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement