১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ট্যাগিং পলিটিক্সের অন্যতম শিকার ছিল ছাত্রশিবির : ঢাবি শিবির

-

ট্যাগিং পলিটিক্সের সবচেয়ে বড় ভিক্টিম ছিল ছাত্রশিবির বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। গতকাল শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ট্যাগিং পলিটিক্সের সবচেয়ে বড় ভিক্টিম ছিল ছাত্রশিবির। সেই ঘনঘোর অভিজ্ঞতা পেরিয়ে একটাই চাওয়া কোনো নিরপরাধ ব্যক্তি কিংবা সংগঠন নতুনরূপে ট্যাগিং পলিটিক্সের শিকার না হোক এবং কোনো অপরাধী বা সন্ত্রাসবাদী কর্তৃক ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা রক্তের বিনিময়ে অর্জিত এই ডেমোক্র্যাটিক পরিবেশ না হারাক।
তিনি আরো বলেন, চব্বিশ ফ্যাসিবাদের কবর দিয়েছে। তাই ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক ভূমিকা নিশ্চিত করা চব্বিশের অভ্যুত্থানের প্রতিটি সহযোগী শক্তির একান্ত দায়িত্ব। সন্ত্রাসবাদী বা জঙ্গিবাদী শক্তি বাম কিংবা ডান কোনোভাবেই কোনোরূপেই যাতে জেগে উঠতে না পারে, এটির নিশ্চয়তা দেয়াও জুলাই অভ্যুত্থানের অন্যতম দাবি।
তিনি আরো জানান, একই সাথে একটি অংশের অ্যাগ্রেসিভ কর্মপন্থা কিংবা বক্তব্যের কারণে পুরো কমিউনিটিকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো কোনোভাবেই কাম্য নয়।


আরো সংবাদ



premium cement

সকল