হেফাজতের আমিরের সাথে সাবেক মন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ
- ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেই নিজের নির্বাচনী আসন কুমিল্লা মুরাদনগরে শোকরানা মাহফিলসহ নানান কর্মসূচিতে ব্যস্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এরই মধ্যে আলেম-ওলামাদের সাথে ভালোবাসার টানে ছুটে যান বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসাসহ বেশ কয়েকটি দেশসেরা কওমি মাদরাসায়।
সফরের শুরুতেই তিনি চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদরাসায় যান। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাবুনগর মাদরাসার আলেম ওলামাগণসহ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। এ সময় তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবউল্লাহ বাবুনগরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। হেফাজতে ইসলামের আমিরের স্বাস্থ্যের খবর নেন তিনি। আমিরের সাথে শুভেচ্ছা বিনিময়কালে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। এবং দীর্ঘ আলাপ শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।
তার স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে হেফাজতে ইসলামের আমির বলেন, এদেশের আলেম ওলামারা কায়কোবাদ সাহেবকে খুব ভালোবাসেন। কারণ তিনি সব সময়ই আলেম ওলামা মাদরাসার সাথে সুসম্পর্ক রাখেন। তার মতো দ্বীনদার পরহেজগার নেতা সব থানায় থাকলে দেশের মানুষ উপকৃত হতো। আল্লাহ রাসূল ইসলাম নিয়ে কেউ কটূক্তি করার সাহস পেত না। তিনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।
সেখান থেকে নানুপুর ওবায়দিয়া মাদরাসায় যান সাবেক মন্ত্রী কায়কোবাদ। সেখানে নানুপুর মাদরাসার প্রিন্সিপাল পীরে কামেল মাওলানা সালাহউদ্দিন নানুপুরীসহ মাদরাসা ও দরবারের হাজার হাজার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতা ইস্তেকবাল জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা