১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হতে হবে : শামসুল ইসলাম

-

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ইসলামী ব্যক্তিত্ব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সাহেবরা এ দেশের মন্ত্রী ছিলেন। দেশী-বিদেশী শক্তি দূরবীণ দিয়ে নিরীক্ষণ করেও তাদের বিরুদ্ধে কানাকড়ি দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের চরিত্র এ রকমই। যারা আখেরাতকে ভয় করে, আল্লাহর নির্দেশনা মেনে তার জমিনে তার হুকুমাত প্রতিষ্ঠিত করতে চায় তাদের কর্মকাণ্ড আয়নার মতো পরিস্কার। অনিয়ম-দুর্নীতি তাদের স্পর্শ করতে পারে না। সেসব মানুষ রাষ্ট্রক্ষমতায় গেলেই কেবল দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব। এ ক্ষেত্রে দেশের জনতাকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। মানুষকে বোঝাতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজে অন্যায়-অবিচার থাকবে না। একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সব শ্রেণী-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া গারাঙ্গিয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার ১০৬তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কৈশোরের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, এই মাদ্রাসা থেকে আমি দাখিল পাস করেছি।

এই ক্যাম্পাসের সাথে আমাদের দুরন্ত কৈশোরের আবেগ জড়িত। এই প্রতিষ্ঠান থেকে যুগে যুগে অসংখ্য আলেম ওলামা ও গুণীজন তৈরি হয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন আমরা এলাকায় আসতে পারিনি। ৫ আগস্টে জালিম শাহীর পতনের পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই বিপ্লবের স্পিরিট ধরে রাখতে হবে। যেসব জানবাজ তরুণ নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এই বিপ্লব সফল করেছে, তাদের জন্য মহান আল্লাহর দরবারে উত্তম প্রতিদান কামনা করেন তিনি। গারাঙ্গীয়া দরবারের পীর মাওলানা আনোয়ারুল হক ছিদ্দিকি মজিদির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিবসের প্রথম অধিবেশনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ মহিউদ্দিন, লেখক আহমদুল ইসলাম চৌধুরী প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধান, রাজনীতিবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, গ্রেফতার ২ হাসিনার অপরাধের সমর্থনদাতাদের ক্ষমা চাওয়ার আহবান আমীর খসরুর ছাদের টাইলস ধসে আহত অর্জুন কাপুর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে : ফাহমিদা খাতুন সংস্কারের নামে বিরাজনীতিকরণের দূরভিসন্ধি দেখতে চাই না : আসাদুজ্জামান রিপন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার পররাষ্ট্রমন্ত্রী দ্বিস্তর টেস্টের পক্ষে-বিপক্ষে যা বলছে ক্রিকেট বিশ্ব বান্দরবানে ডাম্প ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত চোরদের মাধ্যমে আর নির্বাচন করিয়েন না মাদারগঞ্জে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

সকল