লেবানন থেকে ফিরলেন আরো ৫৭ বাংলাদেশী
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০৭
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরো ৫৭ জন বাংলাদেশী। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের বহনকৃত ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশীদের মধ্যে ৫৭ জন বাংলাদেশী নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানানো হয়। গতকাল পর্যন্ত ১৮টি ফ্লাইটে মোট ১ হাজার ১৯৯ জন বাংলাদেশীকে লেবানন থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা