সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ‘আপাতত’ আপত্তি বাংলা একাডেমির
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০৬
বইমেলার প্রস্তুতি পর্বে সোহরাওয়ার্দী উদ্যানে আপাতত যে কোনো সমাবেশে আপত্তি জানিয়েছে বাংলা একাডেমি। এতে ১৭ জানুয়ারি থেকে মেলা পর্যন্ত কোনো সমাবেশের জন্য উদ্যান বরাদ্ধ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। অন্যতায় যথা সময়ে বইমেলা ’অসম্ভব’ বলেও লিখিত চিঠিতে জানিয়েছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে ‘যুব কনভেনশন’ হওয়ার কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর আয়োজক। সমাবেশ ঘিরে সোমবার সন্ধ্যার পর থেকে বইমেলা প্রস্তুতি কাজ বন্ধ রয়েছে। এতে বইমেলার স্টল নির্মানের কাজ পিছিয়ে পড়ছে।
এমতাবস্থায় বিষয়টি গণপূর্ত অধিদপ্তরকে চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলা একাডেমি। চিঠিতে বলা হয়, বাংলা একাডেমি অমর একুশে বইমেলা ২০২৫ আয়োজনের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ১ জানুয়ারি থেকে ৩ মার্চ ২০২৫ পর্যন্ত বরাদ্দ পেয়েছে। বইমেলার প্রস্তুতি, বিশেষত স্টল নির্মাণের কাজ আংশিক সম্পন্ন হয়েছে।’
চিঠির ভাষ্য, ইতোমধ্যে বিভিন্ন সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদফতর একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে অন্যান্য সমাবেশ ও কার্যক্রম আয়োজনের জন্য অনুমতি দিয়েছে। এতে বইমেলা হুমকির মুখে পড়েছে। একই সময়ে অন্য কোনো সমাবেশ উদ্যানে হলে বইমেলা আয়োজন করা অসম্ভব।
এতে বলা হয়, এবারের অমর একুশে বইমেলা ২০২৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে বইমেলার জন্য বরাদ্দ স্থানে অন্য কোনো সভা-সমাবেশের অনুমতি থাকলে তা বাতিল করার অনুরোধ জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা