১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁসে জড়িত প্রতারক গ্রেফতার

-

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁসে জড়িত ও প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)। গ্রেফতারকৃতের নাম নাজমুল এহসান নাঈম। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ডিবি সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে ফেসবুকের একটি আইডি থেকে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটি অংশ পোস্ট করে অর্থের বিনিময়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের জন্য প্রচারণা চালানো হচ্ছে। সেই পোস্টে দাবি করা হয় মেডিক্যাল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন তাদের হাতে রয়েছে। যারা টাকার বিনিময়ে সেই প্রশ্ন সংগ্রহ করতে ইচ্ছুক তাদেরকে দ্রুত ইনবক্সে যোগাযোগ করার জন্য বলা হয়। পোস্টে উল্লেখ করা হয় প্রশ্নের মূল্য হিসাবে ১২ হাজার টাকা প্রদান করতে হবে। যার মধ্যে অগ্রিম ছয় হাজার টাকা দিতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাকি ছয় হাজার টাকা দিতে হবে। প্রশ্ন সংগ্রহের জন্য যোগাযোগের নিমিত্তে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও পোস্টে দেয়া হয়। তিনি আরো জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবির টিম দ্রুত এই ঘটনায় জড়িত প্রতারকের পরিচয় ও অবস্থান সম্বন্ধে নিশ্চিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরো জানা যায়, গ্রেফতারকৃত নাঈম ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে তার ফেসবুক পোস্টে মেডিক্যাল ভর্তি পরীক্ষার যে প্রশ্নের অংশ দিয়েছে তা ভুয়া। সে প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজটি করেছে।


আরো সংবাদ



premium cement

সকল