১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

রাজশাহীতে সাবেক যুবদল নেতার বাড়িতে গুলি, বাবার মৃত্যু

-

রাজশাহীর অদূরে নওহাটা পৌরসভা যুবদলের এক নেতার বাড়িতে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আলাউদ্দিন (৬০)। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। আর নিহত মো: আলাউদ্দিন (৬০) তার বাবা, তিনি উপজেলার ভুগরইল গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, গত মঙ্গলবার রাত দেড়টার দিকে মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন। গুলিটি তার কোমরে গিয়ে লাগে। গুরুতর অবস্থায় রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বুধবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

 

 


আরো সংবাদ



premium cement