সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ ১২৪ জনের নামে মামলা
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:২৯
ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে ফ্যাসিস্ট সরকারের সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের নামে মামলা হয়েছে।
মামলায় আব্দুল হামিদের বড় ছেলে সাবেক এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিক ববিকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন তহমুল ইসলাম মাজহারুল (২৭) নামের এক তরুণ। বাদি কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহের ভূঁইয়ার ছেলে। তহমুল জানিয়েছেন, তিনি বিএনপির কর্মী। আন্দোলনের সময় তিনি পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। মামলায় শেখ হাসিনাকে এক নম্বর আসামি, শেখ রেহানাকে দুই নম্বর ও আব্দুল হামিদকে তিন নম্বর আসামি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা