১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

সাবেক এমপি নদভী আরো ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

-

পতিত স্বৈরাচার সরকারের চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরো পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রাম নগরের চার থানার পাঁচ মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এর আগে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পৃথক চার আদালতে হাজির করা হয় নদভীকে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।
তিনি বলেন, ‘নগরের কোতোয়ালি, পাঁচলাইশ, ডবলমুরিং ও চান্দগাঁও থানার মোট পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য নদভীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে, পুলিশ তাকে আদালতে হাজির করে এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।


আরো সংবাদ



premium cement