১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

সাবেক আইজিপি এম আজিজুল হকের ইন্তেকাল

-

সাবেক আইজিপি এম আজিজুল হক (৮৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ভোর রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।
গতকাল বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং আজিজুল হকের সহকর্মী ও স্বজনরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো: মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক ঢাকার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান; বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং স্পেশাল ব্রাঞ্চের পক্ষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদার গার্ড অব অনার প্রদান করা হয়। বাদ আসর রাজধানীর উত্তরায় তাকে দাফন করা হয়।

 

 


আরো সংবাদ



premium cement