বিশ্বকাপ খো খো কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১৬
ভারতের নয়াদিল্লিতে চলছে প্রথম পুরুষ ও নারী খো খো বিশ্বকাপ। এতে টানা তিন ম্যাচ জিতে পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্য দিকে নারী দলও শেষ আটে উঠার অপেক্ষায়। প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্র্রকে হারানো বাংলাদেশ পুরুষ দল গতকাল দক্ষিণ কোরিয়াকে ১১৯-১০ পয়েন্টে পরাজিত করেছে। এতে তাদের শেষ আটে উঠা নিশ্চিত হয়েছে। তাই এখন পরের ম্যাচে লাল-সবুজরা জিতলেই হবে গ্রুপ সেরা। আজ তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২৫৮। তাদের বিপক্ষে প্রতিপক্ষরা করতে পেরেছে মাত্র ৬০ পয়েন্ট। ফলে ১৯৮ পয়েন্টে এগিয়ে থাকা বাংলাদেশ আজ হারলেও হবে গ্রুপ সেরা।
পুরুষ দলের মতো বাংলাদেশ নারী খো খো দলও গতকাল জয় পেয়েছে। আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর গতকাল সারাবান তহুরারা ১০৫-১৮ পয়েন্টে হারিয়েছে জার্মানিকে। আজ নারী দলের দুই ম্যাচ। প্রথমে নেপাল ও পরে ভুটান। দুই ম্যাচের একটিতে জিতলেই নারী দলও কোয়ার্টারে উন্নীত হবে।
ষ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা