১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
দূতাবাসের চিঠি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে

প্রবাসী হাসানের দেশে আসতে খরচ হবে দেড় কোটি টাকা

-


বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরব গিয়ে অনেক প্রবাসী বাংলাদেশী নানা ধরনের বিপদের মধ্যে দিন অতিবাহিত করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছেন সৌদি আরব পাড়ি জমানো কর্মীদের আকামা নবায়ন করা হয়নি তারা। বিপদে পড়া এসব শ্রমিক তাদের সমস্যা থেকে দ্রুত উত্তরণে প্রতিনিয়ত সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দার কন্স্যুলেটে লিখিত অভিযোগ করছেন। কখনো আবার মানবিক আবেদন জানিয়ে কর্মীরা সাহায্য-সহযোগিতা চাচ্ছেন।

তাদের আবেদনগুলোতে মানবিক সহায়তা দেয়ার জন্য শ্রমবান্ধব বিভিন্ন দেশের দূতাবাস/মিশন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হচ্ছে। এর মধ্যে কোনোটির অনুমোদন দেয়া হচ্ছে আবার কোনোটির অনুমোদন কর্তৃপক্ষ বিবেচনা করার সুযোগ না থাকায় নাকচ করে দিচ্ছে।
এমনি একটি মানবিক আবেদন সৌদি আরবের জেদ্দা (শ্রম কল্যাণ উইং) থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। ওই মানবিক আবেদনের একটি জায়গায় উল্লেখ করা হয়েছে, আপদকালীন অবস্থান থেকে প্রবাসী বাংলাদেশী অসুস্থ হাসানের দেশে ফেরত আসতে হলে প্রায় সাড়ে ৪ লাখ সৌদি রিয়াল পরিশোধ করতে হবে। নতুবা তার কোনোভাবেই দেশে আসা সম্ভব নয়।

সৌদি আরবের জেদ্দার শ্রম কল্যাণ উইং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৬ ডিসেম্বর কাউন্সেলর (শ্রম) মো: আরিফুজ্জামান স্বাক্ষরিত একটি আবেদন অগ্রায়ন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। অনুলিপি দেয়া হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের (অর্থ ও কল্যাণ) পরিচালক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার একান্ত সচিবের কাছে।
কাউন্সিলর তার চিঠিতে উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশী নাগরিক মোহাম্মদ হাসানের পাসপোর্ট নম্বর (বিএক্স ০৫৬২২১১), পিতা আমির হামজা। গ্রাম দক্ষিণ রুপকানিয়া উপজেলা সাতকানিয়া জেলা চট্টগ্রাম। আপদকালীন অবস্থা থেকে সরকারি সহযোগিতায় দেশে পাঠানোসহ আর্থিক সহায়তা দেয়ার জন্য তিনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বরাবর পাঠানোর জন্য একটি আবেদন এই কন্স্যুলেটে দিয়েছেন। তার কল্যাণ বোর্ডের মেম্বার শিপ আইডি এসএ-ডি-২০১৮৫৪৫।

আবেদনে প্রবাসী মোহাম্মদ হাসান উল্লেখ করেন, সৌদি আরবে তিনি তার কফিলের পরামর্শে নিজেই ব্যবসা শুরু করেন। দুই বছর আগে তিনি ডায়াবেটিসের কারণে হ্রদরোগে আক্রান্ত হন। ২০২৪ সালের ২ জানুয়ারি ডান পায়ে ইনফেকশন হওয়ায় ডাক্তারের পরামর্শে ডান পায়ের গোড়ালি থেকে পাতা কেটে ফেলা হয়। ফলে কর্মক্ষমতা হারিয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তার ব্যবসায় ধস নামে। এতে পূর্ব থেকে বিভিন্ন কোম্পানি থেকে ক্রেডিটে ক্রয় করা মালামালের অর্থ প্রদান আটকে যায়। যার পরিমাণ প্রায় সাড়ে চার লাখ সৌদি রিয়াল। বাংলাদেশী টাকায় প্রায় দেড় কোটি টাকা। এর ফলে এক সময় তার প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পাওনাদারদের অর্থ পরিশোধ করতে না পারায় তারা স্থানীয় আদালতে মামলা করেন। এতে তার ইকামা ও সৌদি আরবের বাইরে যাওয়ার বিষয়টি নিষিদ্ধ হয়ে যায়। এই পরিমাণ অর্থ পরিশোধ করতে না পারলে তার ইকামা নবায়নও হবে না এবং সৌদি আরব ছেড়ে যেতে পারবেন না। শুধু হাসান নয় তার মতো আরো অনেকেই দেশটিতে গিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
কাউন্সিলর তার চিঠিতে এসব তথ্য উল্লেখ করে আরো বলেছেন, বর্তমানে প্রবাসী হাসান দুর্বিষহ জীবন কাটাচ্ছেন বিধায় বিপুল পরিমাণ অর্থ তার পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। তার আর্থিক বিষয়টি বিবেচনার জন্য আবেদনটি পাঠানো হলো।

গতকাল রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক নূর মো: মাহবুবুল হকের সাথে এই প্রসঙ্গে বক্তব্য নিতে যোগাযোগ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো: গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি পরিচালক (প্রশাসন) ইমরান আহমদের সাথে কথা বলার অনুরোধ করেন। ইমরান আহমদ নয়া দিগন্তের প্রতিবেদককে এই প্রসঙ্গে বলেন, জেদ্দা কাউন্সিলরের পাঠানো চট্টগ্রাম সাতকানিয়ার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ হাসানের আবেদনটি আমরা পেয়েছি। তার আবেদনটি পরবর্তী বোর্ড মিটিংয়ে উপস্থাপন করা হবে।

 


আরো সংবাদ



premium cement
৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সকল