মিয়ানমারের রাখাইন, কাচিন ও শানে ফের বিমান হামলা, নিহত ২৭
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫১
এ বছর মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরোধ-অধিকৃত অঞ্চলগুলোতে প্রতিশোধমূলক বিমান ও কামান হামলার সংখ্যা তীব্র বৃদ্ধি পাবে বলে শঙ্কা করা হচ্ছে। মিয়ানমার নাউয়ের প্রতিবেদন বলছে, গত শনিবার ও রোববার রাখাইন, কাচিন এবং শান রাজ্যে জান্তাদের ধারাবাহিক বোমা হামলায় ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গত শনিবার বেলা ১১টার দিকে কাচিন রাজ্যের তানাই টাউনশিপে মিয়ানমার বিমানবাহিনী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত একটি সোনার খনিতে বোমা হামলা চালালে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো ১০ জন আহত হন।
সামরিক শাসনের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর উল্লেখযোগ্য সাফল্যের প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া প্রচেষ্টা হিসেবে মিয়ানমারের সামরিক জান্তা দেশের প্রতিরোধ-অধিকৃত অঞ্চলগুলোতে তার বিমান হামলা বাড়িয়ে দিচ্ছে।
কেআইএ মুখপাত্র কর্নেল নাও বু এএফপিকে বলেন, নিহতরা সবাই বেসামরিক নাগরিক, যার মধ্যে সোনার খনি শ্রমিক এবং স্থানীয় দোকানদারও ছিলেন।
পৃথকভাবে, আরাকান আর্মি (এএ) জানিয়েছে, জান্তা গত শনিবার পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজারে তিনটি বিমান হামলার সময় ১৫টি বোমা ফেলেছে।
স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ‘নিহতদের বেশির ভাগই ছিলেন বিক্রেতা, ক্রেতা এবং পথচারী এবং বোমা বিস্ফোরণে বাজারের বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও ধ্বংস হয়ে গেছে।’
এ ছাড়া স্থানীয় জান্তাবিরোধী বাহিনীর বরাত দিয়ে, মিয়ানমার নাউ জানিয়েছে, সামরিক সরকার দক্ষিণ শান রাজ্যের পেকন এবং সিহসেং টাউনশিপের গ্রামীণ এলাকায় তাদের গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং বিমান হামলা বাড়িয়েছে।
মিয়ানমারে মানবাধিকারবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেছেন, এ বছরের শুরুতে বেসামরিক লক্ষ্যবস্তুতে সামরিক বিমান হামলা পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর শেষ পর্যন্ত আগের তিন বছরের তুলনায় বেশি বিমান হামলা করা হয়।
মিয়ানমারের ১৪টি অঞ্চল এবং রাজ্যের মধ্যে ১২টিতে বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা