স্বদেশ ও আশিয়ান গ্রুপের কর্মীদের সংঘর্ষে নিহত ১
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০২:০৭
রাজধানীর খিলক্ষেতের বরুয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে স্বদেশ প্রপার্টি ও আশিয়ান গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষে কাউসার দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ জন।
গতকাল সকালে এবং দুপুরে খিলক্ষেতের বরুয়া এলাকায় দুই প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মো: কাউসার দেওয়ান স্বদেশ গ্রুপের বলে জানিয়েছেন খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান। তিনি বলেন, স্বদেশ গ্রুপের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, স্বদেশ গ্রুপের কর্মচারী নিহত কাউসার দেওয়ান সপরিবারে খিলক্ষেতের বরুয়া এলাকায় থাকতেন। বেলা আড়াইটার দিকে আশিয়ান সিটির সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন তিনি। এ বিষয়ে স্বদেশ গ্রুপের পক্ষ থেকে কারো বক্তব্য পাওয়া যায়নি।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা