১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয় : চসিক মেয়র

-


প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সঙ্কটের কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ডা: শাহাদাত হোসেন।
গতকাল টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি বলেন, রেড ক্রিসেন্টের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। আমি ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত রেড ক্রিসেন্ট হাসপাতালের দায়িত্বে ছিলাম। ভঙ্গুর এই প্রতিষ্ঠানটিকে আমি নিজের পায়ে শক্তিশালী করে দাঁড় করিয়েছিলাম। ইনশা আল্লাহ আমার আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রেড ক্রিসেন্টকে মানবিক সেবায় আরো বেশি বেগবান করব। রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম প্রতিটি দুর্যোগকালীন মুহূর্তে অনুপ্রেরণার প্রতীক। তাদের সহযোগিতা ও দায়িত্বশীলতা আমাদের সমাজে মানবিকতার পরিচায়ক। আমরা তাদের এই মহান কার্যক্রমের প্রতি কৃতজ্ঞ।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনাদের প্রত্যেকের ওপর একটি গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আশা করি, আপনারা প্রত্যেকে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরো সুসংহত করবেন। রেড ক্রিসেন্ট সোসাইটি আমাদের সবার। একে আরো শক্তিশালী করতে হলে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। একত্রে কাজ করলে আমরা দুর্যোগের ক্ষতি কমিয়ে এনে একটি সুরক্ষিত ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব।
সভায় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান এম এ সালাম, সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, সদস্য ডা: রাকিব উল্লাহ, এইচ এম সালাহউদ্দিন, নিজাম উল আলম খান, মো: মেহেদী হাসান রায়হান, মোহাম্মাদ জিয়াউল হক, সালাহ উদ্দিন সাহেদ, আবু ইউসুফ মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মদ এনামুল হক, আ ন ম তানজীদ।

 


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দেশে রেমিট্যান্স আসায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত কারেন্ট জালের সাইজ নির্ধারণ করা হবে : মৎস্য উপদেষ্টা সারের কৃত্রিম সঙ্কটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল : কৃষি উপদেষ্টা কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ গৌরীপুরে ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক বাবরের মুক্তিতে বাধা নেই গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না : হাসনাত আব্দুল্লাহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল