১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাজশাহীর সাথে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

-

রাজশাহীর সাথে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। প্রায় চার ঘণ্টা পর গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নেয়া হলে চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে বগিটিকে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement