১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সাবেক চসিক কাউন্সিলর ইলিয়াছ গ্রেফতার

-

চট্টগ্রাম সিটি করপোরেশনের চসিক আওয়ামী লীগ দলীয় সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াছকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। গত রোববার রাতে ঢাকার কলাবাগান থেকে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে।
মোহাম্মদ ইলিয়াছ চসিকের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
সিএমপির হালিশহর থানার সাবেক অফিসার ইনিচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান নয়া দিগন্তকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ২৭ আগস্ট হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াছ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া একই অভিযোগে গত বছরের আগস্টে কোতোয়ালি থানায় দায়ের হওয়া দু’টি মামলায়ও ইলিয়াছ আসামি হিসেবে আছেন।


আরো সংবাদ



premium cement