ট্রাফিক বিভাগের অভিযানে ২০৮৯ মামলায় ডাম্পিং ৭৯ গাড়ি
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ জানুয়ারি ২০২৫, ০২:০৫
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৯টি মামলা করাসহ ৭৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮টি ট্রাফিক বিভাগ গত রোববার অভিযান চালিয়ে এ জরিমানা করে। গতকাল ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
ডিএমপির এ কর্মকর্তা বলেন, জনসচেতনতা বাড়ানো, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে কাজ করছে ডিএমপি। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৯টি মামলা করেছে ট্রাফিক বিভাগ। অভিযানকালে ৭৯টি গাড়ি ডাম্পিং ও ৫২টি গাড়ি রেকার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা