১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ভ্যাট-শুল্ক বৃদ্ধি করে রাজস্ব বৃদ্ধির সিদ্ধান্ত অবাস্তব

জাতীয় আইনজীবী সমিতি
-

ভ্যাট, শুল্ক বৃদ্ধি করে রাজস্ব আয় বৃদ্ধি করার সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে সম্পূর্ণ অবাস্তব ও অকার্যকর এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি। গতকাল সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে সমিতির সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সিনিয়র অ্যাডভোকেট শাহ মো: খসরুজ্জামান এ দাবি জানান। তিনি ভ্যাট, শুল্ক ও আয়করে হার বৃদ্ধি করে সরকারকে বেকায়দায় না ফেলে রাজস্ব আহরণ বৃদ্ধি করার বাস্তবমুখী নতুন কৌশল গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশন সমূহের নির্দলীয় ফেডারেশন।
বিবৃতিতে শাহ মো: খসরুজ্জামান আরো বলেন, বিদেশে পাচারকৃত বিপুল পরিমান অর্থ ফেরত এনে অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ‘মুক্ত বিনিয়োগ নীতি’ ঘোষণা করে যে কোনো ব্যবসায় বিনিয়োগকৃত অর্থের ওপর কর আরোপ রহিত করা উচিত। অবিলম্বে সব ধরনের ব্যবসা চলতি বছরের জন্য উন্মুক্ত করে, এ সুযোগ ব্যবসায়ীদেরকে দেয়া ছাড়া পণ্যের মূল্যস্ফীতি কমানো সরকারের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে যেতে পারে। দেশের সব ধরনের ব্যবসার বিনিয়োগকৃত নতুন মূলধনের ওপর কর রহিত করে বিদেশী বিনিয়োগকারীদের মতো এ দেশের ব্যবসায়ীদেরকে সুযোগ দিয়ে সব ব্যবসা মুক্ত করে দিলে দেশের আমদানি, রফতানি ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং সব ব্যবসায় স্বাভাবিক গতি ফিরে আসবে। ফলে বিদেশে পাচারকৃত অর্থ এদেশে বিনিয়োগের সুযোগ পেয়ে বিনা কর আরোপে নতুন মূলধন হিসেবে এ অর্থ দেশের অর্থ বাজারে সংযুক্ত হবে এবং মুদ্রা বাজারে অর্থের সঙ্কট ও ডলার সঙ্কট হ্রাস পাবে।

 


আরো সংবাদ



premium cement