সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম খান
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:১৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পতিত আওয়ামী সরকার গণতন্ত্র এবং নির্বাচন আয়োজনের সব কিছু ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এখন সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। তাই অন্তর্বর্তী সরকারকে বলব, নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।
গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির লিয়াজেঁা কমিটির সাথে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, স্বৈরাচারের পতনের পর গণতন্ত্র ফিরিয়ে দেয়ার যোগ্য মানুষের কাছে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। আশা করছি, তারা জনগণের দুর্ভোগ কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নেবেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়েও পদক্ষেপ নেবেন।
নিত্যপণ্যের ওপরে ভ্যাট বসানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদ মাধ্যমে দেখেছি- একটি বিশেষ পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলব, জনগণের প্রতিনিধি হিসেবে সরকারের যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয়, সে সরকার জনপ্রিয় থাকতে পারে না।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। অন্য দিকে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টির আট নেতা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা