তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি
- নিজস্ব প্রতিবেদক
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০৫
তামাকের কারণে গভীর সঙ্কটে জনজীবন মন্তব্য করে তরুণ প্রজন্মের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছে তামাকবিরোধী শিক্ষক ফোরাম। গতকাল বেলা ১১টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকবিরোধী শিক্ষক ফোরাম’ গঠনবিষয়ক সভায় এ দাবি জানান তারা। নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়ক নাসরিন আক্তার বলেন, ‘প্রতিদিন তামাক সেবনের কারণে বাংলাদেশে ৪৪২ জন মানুষ প্রাণ হারান। এই মর্মান্তিক পরিসংখ্যান আমাদের জনস্বাস্থ্য ও জীবন রক্ষার ক্ষেত্রে এক গভীর সঙ্কট সৃষ্টি করেছে। যদিও বিশ্বস্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) সহকারি প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, তবুও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রণোদনা নিষিদ্ধ করার ক্ষেত্রে সর্বোত্তম মান অর্জনে আমরা এখনো পিছিয়ে আছি। তামাকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় তামাক নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা